ফটিকছড়িতে একে ২২ এসএমজি সহ সন্ত্রাসী আটক

ফটিকছড়িতে একে ২২ এসএমজি সহ সন্ত্রাসী আটক 1ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকা থেকে একে ২২ এসএমজি সহ ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৩ র্উান্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় মোঃ শাহনেওয়াজ কাওসার (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১০জুন) বিকেলে র‌্যাব-৭ এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচলাক (মিডিয়া) অমিরুল্লা বলেন, গোপন তথ্যেও ভিত্তিতে ফটিকছড়ি আজাদী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি একে ২২ রাইফেল, একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী শাহনেওয়াজ কাউসারকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যকালাপের একাধিক অভিযোগ রায়েছে উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় আরোও একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ksrm