ফটিকছড়িতে অগ্নিকান্ড : ৮ বসতঘর ভষ্মিভূত

0

ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সুয়াবিল ভাঙ্গা দিঘিরপাড় জুদিষ্টি মহাজনের বাড়ী প্রকাশ বণিক পাড়ায় আগুনে পুড়ে গেছে ৮টি বসতঘর।

fire
fire

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৮ বসতঘর ভষ্মিভূত হয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ দাড়িয়েছে আনুমানিক ৩০ লক্ষধিক টাকা।
স্থানীয়রা জানায়, ওই সময় আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে ব্যর্থ হলে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত অকুস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে এসআই প্রভাষ, রতন ধর,  কার্তিক ধর, সাধন মাষ্টার, রাম পদ, শান্তি পদ, ননি গোপাল, রাশেদ ধর, সংকর বণিক, অমর ধরের বসত ঘর ভষ্মিভূত হয়।

 

s alam president – mobile

আসন (পুজা) ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত্র হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

রিপোর্ট : আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি।

এ এস / জি এম এম / আর এস পি :::

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!