সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে ফটিকছড়ির ফুটবলারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার শফিকুন নূর মওলা হলে বিকাল ৪টায় শুরু হয়ে রাতব্যাপী চলে এ মিলনমেলা।
ফটিকছড়ি ভ্যাটার্ন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় সাবেক, বর্তমান ও তরুণ ফুটবল খেলোয়াড়দের সম্মিলন ঘটে। তরুণ প্রবীণের এক মেলবন্ধনের পরিণত হয় পুরো আয়োজন।
সাবেক ফুটবলার হাবিবুল ইসলামের সভাপতিত্বে ও ফুটবলার আক্কাস উদ্দিন সায়েমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোজাম্মেল হক চৌধুরী।
অনুষ্ঠানে তিনি বলেন, মোবাইল ও মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। ফটিকছড়িতে লেখাধূলার উন্নয়নে সব ক্রীড়া কমিটিকে বৈষম্যমুক্ত করে ঢেলে সাজানো হবে। সরকারি পর্যায়ে অনেক মাঠ হয়েছে। সেখানে বিভিন্ন টুর্নামেন্ট চালু করার জন্য আপনারা এগিয়ে আসুন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ওসি নুর আহমদ, সাবেক ফুটবলার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কামাল পাশা, মো.আবদুল মালেক, ইফতেখার উদ্দীন লাভলু, নুরুল আজম, বাদশা আলম চৌধুরী, শহিদুল আজম চেয়ারম্যান, বোরহান মেম্বার, মো. জাহাঙ্গীর আলম, মো.লোকমান।
বক্তব্য রাখেন ফুটবলার সরওয়ার মফিজ, বেলাল উদ্দিন মুন্না, মুরশেদ হাজারী, উজ্জলসহ আরও আনেকেই। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।