ফটিকছড়ির বন্যাদুর্গতদের চিকিৎসা সহায়তায় পার্কভিউ হসপিটাল

ফটিকছড়ির বন্যাদুর্গতদের চিকিৎসা সহায়তায় দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করেছে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বন্যা কবলিত ফটিকছড়ি উপজেলায় সম্পন্ন এ কার্যক্রমে সাত শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেয় পার্কভিউ হসপিটাল।

ফটিকছড়ির পশ্চিম সুয়াবিল, নাজিরহাট পৌরসভায় দিনব্যাপী চিকিৎসাসেবায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

এই মেডিকেল সেবা কার্যক্রম পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের নির্দেশনায় এবং মাকেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও মার্কেটিং টিমের পরিচালনায় সম্পন্ন হয়।

মেডিকেল ক্যাম্পে পার্কভিউ হসপিটালের শিশু, গাইনি, চর্ম, মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ বিভাগের ১০ জন চিকিৎসক, ৩ জন ফার্মাসিস্টসহ ২০ সদস্যের দল সেবা প্রদান করেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm