ফটিকছড়ির প্রবাসী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চকবাজারে গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির আলোচিত প্রবাসী মো. ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চকবাজার থেকে এই আসামিকে গ্রেপ্তার করে র ্যাব।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম—খোরশেদুল আলম ওরফে আবুল কালাম। তাকে ফটিকছড়ি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

র ্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর রাতে চকবাজারের অলিবেগ খাঁ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মৃত্যৃদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম ওরফে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।

খোরশেদুল আলম ওরফে আবুল কালাম ফটিকছড়ির নানুপুরের মৃত সিরাজুল হকের ছেলে।

ডিজে

ksrm