চট্টগ্রামের ফটিকছড়ির শাহ নগর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ মে) নিহতের স্ত্রী নাজমা সুলতানা রুবা বাদি হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন রাকিব বিন তৌহিদ চৌধুরী, মো. মাহবুব আলম, মো. শহিদুল আলম চৌধুরী, মো. নিজাম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী ও মো. নুরুল আলম।
মামলার এজহারে বলা হয়, স্কুলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতিতে সহায়তা না করায় স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরীসহ আসামিরা চট্টগ্রাম নগরীর একটি অফিসে সবার সামনে প্যান্ট খুলে নেওয়ার চেষ্টাসহ নানাভাবে অপমান করেন। এছাড়া তার কাছ থেকে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেওয়া হয়। গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আসামিরা স্কুলের প্রধান শিক্ষকের চাকরি খাওয়াসহ নানা ধরনের অপমানজনক বক্তব্য দেন।
এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী তাকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই সময় তিনি অনুষ্ঠান শেষে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ২৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের স্ত্রী নাজমা সুলতানা রুবা বলেন, ‘স্কুলের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী আমার স্বামীকে তার শহরের অফিসে নিয়ে প্যান্ট খুলে নেওয়ার চেষ্টাসহ নানাভাবে অপমান করেন। তিনি আমার স্বামীকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এছাড়া এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমার স্বামীর নাম রাখা হয়নি। শিক্ষার্থী ও অভিবাবকের সামনে তাকে চরম অপমান করা হয়।
তিনি বলেন, ‘অপমানে আমার স্বামী মৃত্যুবরণ করেন। আমার স্বামীকে তিলে তিলে মৃত্যুর পথে ঢেলে দেওয়া হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
সিএম/ডিজে