ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল পুনর্বাসন সামগ্রী

জ্যোতি ফোরামের ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে জ্যোতি ফোরাম। একইসঙ্গে ওষুধ এবং ১০০ পরিবারের জন্য পুনর্বাসন সামগ্রী দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। মাইজভান্ডারি আদর্শের ছাত্র সংগঠন জ্যোতি ফোরাম, ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডারি গবেষক শাহেদ আলী চৌধুরী। তিনি সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে শাহেদ আলী চৌধুরী বলেন, মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, মানুষের বিবেক। যেটি অন্য সৃষ্টির মধ্যে নেই। মানুষের সব কর্মকাণ্ড বিবেককে জাগ্রত করার জন্য। আমাদের চেতনা জাগ্রত করতে হলে মানব সন্তানের দুঃখ-বেদনা উপলব্ধি করতে হবে। মূলত মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।

চিকিৎসাসেবায় অংশ নেন ডা. পঞ্চানন দাশ, ডা. সাইফুল কবির এবং ডা. রাজেশ দাস।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, প্রকল্প ব্যবস্থাপক রিদুয়ানুল হাকিম রিয়াদ, প্রজেক্ট অফিসার আনাস হোসেন সাজিদ, স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী, যুবসংগঠন কায়ো বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা আবদুল তারেক, ইয়ুথ ভয়েস অব চেইঞ্জ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা মো. জিহাদ।

আরও উপস্থিত ছিলেন ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার দে, জ্যোতি ফোরামের উপদেষ্টা মো. ওমর ফারুক, শফিউল আজিম সুমন, এহসান উল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম, কামরুল ইসলাম রাফি, জ্যোতি ফোরামের সভাপতি জয়নাল আবেদীন তাওরাত এবং সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফসহ আশেকানে হক ভান্ডারি শোকর-এ মওলা মনজিল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচির শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে পুনর্বাসন সামগ্রী প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm