ফটিকছড়িতে চট্টগ্রাম সাংবাদিক বনাম চা বাগান একাদশের প্রীতি ম্যাচ

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক একাদশ বনাম ফটিকছড়ি রাঙ্গাপানি চা বাগান একাদশের সাথে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে ফটিকছড়ি রাঙ্গাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গাপানি চা বাগান একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

খেলা শেষে ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাপানি চা বাগানের ব্যবস্থাপক উৎপল বিশ্বাস, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম উদ্দিন, ম্যাচে উভয় দলের জার্সি স্পন্সরকারী বিশিষ্ট ক্রীড়া সংগঠক সরওয়ার আলম মনি, ক্রীড়া সংগঠক প্রশণজিৎ দত্ত রাজু, চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, এজেডএম হায়দার, দেবাশীষ বড়ুয়া দেবু, মোহাম্মদ ফারুক, রাঙ্গাপানি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সদরুল্লাহ পারভেজ, মোহাম্মদ জামিল, মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার ।

ম্যাচ শুরুর পূর্বে মাঠে উপস্থিত অতিথি, উভয় দলের কর্মকতা ও খেলোয়াড়রা পরস্পরের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিক একাদশের খেলোয়াড়রা হলেন—দেবাশীষ বড়ুয়া দেবু (অধিনায়ক), গোলাম মওলা মুরাদ (গ্লোবাল টিভি), আজহার মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন), সুবল বড়ুয়া (প্রতিদিনের বাংলাদেশ), আবদুস সাত্তার (খবরের কাগজ), সুমন গোস্বামী (এন টিভি), ইকবাল হোসেন (চ্যানেল আই), রহমান মিজান (ঢাকা পোস্ট) , মোহাম্মদ সুমন (কালবেলা), শাখাওয়াত হোসেন টিপু (সময় টিভি), মুন্না (ডিবিসি), মোহাম্মদ আরাফাত (গোলকিপার) ।

রাঙ্গাপানি চা বাগান একাদশে খেলোয়াড় হিসেবে ছিলেন— শাহিদুল্লাহ, কনক মারমা, বিশ্বজিৎ নাথ, জামিল, ওয়াহিদ, ডালিম দাস, ফাহিম, রণি (গোলকিপার), নবকুমার (অধিনায়ক), অনটু শীল, হৃদয়, সুজন, বাপ্পি, সেলিম।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ির সাবেক ফুটবল খেলোয়াড় শিবু দে। খেলায় একমাত্র গোলটি করেন কনক মার্মা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm