প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবকের আত্মহত্যা আলীকদমে

পরিবার প্রেমিকাকে মেনে না নেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. জোবাইর নামে এক প্রেমিক যুবক। বান্দরবানের আলীকদমের চিনারী বাজার এলাকায় সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

মো. জোবাইর আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি চিনারী বাজার এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে। সোমবার ভোর রাতে জোবাইর তার নিজ ঘরের বাঁশের সাথে রশি টাঙিয়ে আত্মহত্যা করেন।

স্বজনরা জানান, একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল মো. জোবাইরের। পরিবার সে সর্ম্পক মেনে নেয়নি। তাই হয়তো অভিমান করে আত্মহত্যার করে থাকতে পারে।

তবে রাত কয়টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না স্বজনরা। সকালে শয়নঘরের তাকে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের স্বজনরা।

এরপর থানায় খবর দিলে পুলিশ সদস্যরা এসে লাশ সুরতহালের জন্য নিয়ে যান।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার জানান, স্থানীয় ও পরিবারের সদস্যদের কাছ থেকে যতটুকু শুনেছি তাতে ধারণা করছি, প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে।

Yakub Group

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর আসল সত্য বেরিয়ে আসবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!