প্রেমের ছলনায় যুবতীকে ‘বেড়াতে’ নিয়ে ধর্ষণ, ৩ জনের ২ দিনের রিমান্ড

এখনও অধরা একজন

চট্টগ্রাম নগরীর আউটার রিং রোড এলাকায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া পোশাককর্মীর দায়ের করা মামলায় তিন আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে ঘটনার তিনদিন পার হলেও জুবায়ের নামে এক আসামি এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

তিন আসামির রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বুধবার (৪ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত বন্দর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল।

রিমান্ড মঞ্জুর হওয়া শফিকুল ইসলাম ওই পোশাককর্মীর কথিত প্রেমিক। বাদশা ও শাহীন শফিকুল ইসলামের বন্ধু।

পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকা জোবায়েরের বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, জুবায়েরকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। অপর তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে এবং তাকে শিগগিরই আইনের আওতায় আনা যাবে।

প্রসঙ্গত, ১ নভেম্বর দিবাগত রাত দুইটায় বিপর্যস্ত অবস্থায় আউটার রিং রোডের মধ্যম হালিশহর এলাকা থেকে এক পোশাককর্মীকে উদ্ধার করে বন্দর থানার টহল টিম। ওই পোশাককর্মী পুলিশকে জানায় বন্ধু শফিকুল ইসলামের সঙ্গে বেড়াতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বন্দর থানা পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শফিকুল, বাদশা ও শাহীনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

এফএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm