প্রেমিকের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার একটি বাসায় সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। ১৪ বছর বয়সী ওই কিশোরীর নাম সুমি আক্তার।

শুক্রবার (২৮ মে) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বন্দর থানা এলাকার ৩৮নং ওয়ার্ডের আজাদ কলোনির মো. আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, প্রেমিকের সাথে ঝগড়া আর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এক কিশোরী। রাতে ওই কিশোরীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএন/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm