প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক নূর মোহাম্মদের ডক্টরেট ডিগ্রি অর্জন

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ।

ড. নূর মোহাম্মদের পিএইচডি ডিগ্রির বিষয় ছিল—‘দ্যা এনভায়রনমেন্ট ইমপ্যাক্টস অব রোহিঙ্গা রিফুজি ইন বাংলাদেশ : লিগ্যাল অ্যান্ড পলিসি রেসপন্স’।

ড. নূর মোহাম্মদ জাতিসংঘ ও হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল’সহ আরও বিভিন্ন ফেলোশিপে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে মূলবক্তা এবং মডারেটর হিসেবেও অংশগ্রহণ করেন।

ড. নূর জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে অসংখ্য নিবন্ধ প্রকাশ করেন।

২০১৫ সালে ইউনিভার্সিটি অব হংকং থেকে মানবাধিকার বিষয়ে মাস্টার অব ল অর্জন করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm