চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে চেয়ারম্যান এবং আট জনকে সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয় জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
ওই চিঠিতে বলা হয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নয় সদস্যের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়।
পদাধিকার বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। সদস্য হিসেবে থাকছেন– সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, দুজন প্যানেল মেয়র এবং হিসাব ও নিরীক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।
আরএ/ডিজে