প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে চট্টগ্রামের ১২০২ জন উত্তীর্ণ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এতে চট্টগ্রাম থেকে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০২ জন।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছেন ৩৭ হাজার ৫৭৪ জন।

এ নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মুঠোফোনেও ফলাফল এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) গিয়েও ফলাফল জানাবে।

২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় তিন ধাপে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm