প্রাণ-আরএফএল গ্রুপের কর্মচারীর লাশ উদ্ধার চট্টগ্রামের হোটেলে

কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাউসার আলম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) রাতে স্টেশন রোডে অবস্থিত রিলাক্স হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক কুমিল্লার লাকসাম থানার উত্তরদা ইউনিয়নের খালপাড়া এলাকার আমির ম্যানেজারের বাড়ির আমিরুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চত করে কোতোয়ালী থানার এসআই ইয়াছিন আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ খবর দিলে পুলিশ রিলাক্স হোটেলের কক্ষের দরজার ভেঙ্গে জানালার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায়৷ পরে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেই তিনদিনের জন্য এ কক্ষ ভাড়া নেয় কাউছার। দু্ইদিনের ভাড়া পরিশোধও করেছেন তিনি। তৃতীয় দিনের ভাড়া নিতে গেলে তার কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে জানায় হোটেল কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে অনুসন্ধানে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ঘরে তার স্ত্রী রয়েছে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একটিতে চাকরি করতেন।’

এএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm