প্রাইভেট কারে ২ কোটি টাকার সোনার বার, চট্টগ্রাম থেকে ফেনী পৌঁছেই ধরা

ভেতরে বিশেষভাবে লুকানো ৩০টি স্বর্ণের বার নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে ধেয়ে যাচ্ছিল প্রাইভেট কারটি। গোপনে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল কারটি আটকে স্বর্ণের বারগুলোসহ একজনকে আটক করেছে।

চট্টগ্রাম থেকে ৩০টি স্বর্ণের বার নিয়ে ঢাকা যাওয়ার পথে ফেনীতে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাবের হাতে আটক হলেন এক পাচারকারী। এই স্বর্ণ চোরাকারবারি নাম নুরুল ইসলাম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়নের জহির আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, চট্টগ্রাম থেকে চোরাকারবারীরা স্বর্ণ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল— আমাদের কাছে এমন সংবাদ ছিল। আমরা ফেনী শহরের সাজিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করি।

প্রাইভেট কারে ২ কোটি টাকার সোনার বার, চট্টগ্রাম থেকে ফেনী পৌঁছেই ধরা 1

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের দাম আনুমানিক দুই কোটি ১০ লাখ টাকা। চোরাকারবারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। স্বর্ণ এবং চোরাকারবারিকে ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!