প্রাইভেট কারে বিদেশি মদের চালান, চান্দগাঁওয়ে ধরা দারোয়ান

চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার ও মদ বহনকারী গাড়ি জব্দ করা হয়েছে। অবৈধ মদ পরিবহনের দায়ে মো. শাহ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মো. জমির হোসেনের ছেলে শাহ আলম চান্দগাঁও মুরগির ফার্ম এলাকার আমির হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবনের নিরাপত্তা প্রহরী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা নুরুজ্জামান নাজির সড়কের মুরগির ফার্ম এলাকায় তল্লাশি চালায় গোয়েন্দা কর্মকর্তারা।

কারটিতে ৩৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
কারটিতে ৩৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

নগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিদেশি মদের চালানটি সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আমরা চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা মুরগির ফার্ম এলাকায় প্রাইভেট কারে তল্লাশি করি। কারটিতে ৩৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। আর মদের বোতলগুলো শাহআলমের হেফাজতে ছিল। আমরা তাকে আটক করেছি।’

আটক শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মদগুলো কোত্থেকে আসছে, যাচ্ছিলো কোথায় তা নিয়ে তদন্ত চলছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা আসিফ মহিউদ্দীন।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!