প্রাইভেট কার চুরির মামলায় গ্রেফতার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাহীনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শায়েস্তা খাঁন তাকে বহিস্কারের বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনায় চার সদস্যের কমিটিও গঠন করেছে উপজেলা ছাত্রলীগ। উক্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহীন আহম্মদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম স্থাগিত করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শায়েস্তা খাঁন বলেন, ‘অপরাধ করলে দলে কারও স্থান হবেনা। শাহীনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আমরা তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছি।’
এর আগে গত ৩ নভেম্বর প্রাইভেট কার চুরির মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাহীন আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মো. শাহীন (৩৫) ভাটিয়ারি এলাকার তেলিবাড়ির নুরুল হকের পুত্র। তিনি ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্বে ছিলেন।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাটিয়ারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের একটি দামি প্রাইভেট কার চুরির ঘটনায় মামলা হয় বলে জানা গেছে।
বিশ্বজিত/এমএফও