প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে নারী শ্রমিক নিখোঁজ আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান কেইপিজেড জুতা কারখানায় চাকরির প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে নিখোঁজ সানি আকতার (১৮) নামের এক নারী পোশাক শ্রমিক। সোমবার সকালে বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি।

এ ঘটনায় মঙ্গলবার (২০ আগস্ট) রাতে থানায় একটি নিখোঁজের অভিযোগ করেছেন সানির পিতা
মোহাম্মদ কায়ছার।

সানি আকতারের পিতা মোহাম্মদ কায়ছার জানায়, দীর্ঘদিন ধরে আমার মেয়ে কেইপিজেড জুতা কারখানায় চাকরি করে আসছে। সে কিছুদিন আগে চাকরিটি ছেড়ে দেয়। সোমবার সকালে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে কারখানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু ওইদিন বাড়িতে
না আসলে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘নিখোঁজের ঘটনার বিষয়ে থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm