প্রবাসীর কাছে চাঁদা দাবি ফটিকছড়িতে, দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় প্রবাসীর নিকট চাঁদা দাবির অভিযোগে রাশেদ ওরফে সুদি রাশেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে ফটিকছড়ির বিবিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযোগে আগের দিন ভোরে অভিযান চালিয়ে রাশেদের বড় ভাই খালেদকে আটক করে র‌্যাব-৭।

এর আগে রাশেদ ও খালেদের বিরুদ্ধে রাস্তায় গতিরোধ করে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ এনে ফটিকছড়ি থানায় জিডি করেছেন প্রবাসী ওসমানের বড় ভাই শাহজাহান।

আটকৃত দুই ভাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার সিরাজুল হক মিস্ত্রি বাড়ির নুরুল ইসলামের পুত্র।

জিডি সূত্রে জানা যায়, একই এলাকার প্রবাসী ওসমান ঈদের ৩-৪ দিন আগে স্থানীয় গরীব মানুষকে যাকাত দেওয়ার উদ্যোগ নেয়। রাশেদ ও খালেদ এই যাকাতের টাকা তাদের মাধ্যমে বিতরণের জন্য চাপ দেয়।

এতে ওসমানের পরিবার রাজি না হলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় তারা। পরে ৪ মে ওসমান বিদেশে চলে যাওয়ার দিন তার বাড়ি সংলগ্ন এলাকায় গতিরোধ করে তারা চাঁদা দাবি করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘এজাহারভুক্ত আসামী রাশেদ ও তার ভাইকে আইন প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!