প্রবাসফেরত স্বামীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে দুবাইফেরত স্বামীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার (২২ মার্চ) সকালে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত দুবাইফেরত ব্যক্তির নাম মো. এমদাদুল হক (৪৮)। তিনি দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহম্মদের ছেলে। তার দুটি পুত্রসন্তান রয়েছে।

s alam president – mobile

জিজ্ঞাসাবাদের জন্য এমদাদের স্ত্রী নারগিস মোস্তারিকে (৪০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ছোট ভাই কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে আমার ভাবী ফোন করে জানান, আমার ভাই বিদ্যুৎপৃষ্টে মারা গেছে। সে পুরাতন বাড়ির অদূরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করে। আমি ও আমার অন্য দুই ভাই মিলে ঘরে গিয়ে দেখি ফ্লোরে আমার ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ রয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাবীর মনোমালিন্য চলছিল। এর আগেও আমার ভাইকে খুন করতে লোক পাঠিয়েছিল ভাবী। আমার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে।

Yakub Group

নিহত এমদাদের আরেক ভাই হুমায়ুন কবির বলেন, ‘ভাইয়া এক বছর আগে প্রবাস থেকে বাড়িতে চলে আসে। ভাবী সব সময় বাবার বাড়িতে থাকতে চাইতো এবং উনার বাবার এলাকায় ভাইয়াকে বাড়ি করতে বলতো। ভাইয়া রাজি না থাকায় প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। কিন্তু এভাবে মেরে ফেলবে কখনো চিন্তা করতেও পারিনি, আমরা খুনির বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘ঘরে ভাবী ও ছোট এক ভাতিজা ছিল। তাদের পক্ষে একা মেরে ফেলা সম্ভব না। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। আমি পুলিশের প্রতি অনুরোধ করবো, এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামের একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে দেখা গেছে, এমদাদের হাতের মধ্যে তার পেচানো আঘাতের চিহ্ন, বুকেও আঘাতের চিহ্ন দেখা গেছে।’

ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী নারগিসকে থানায় আনা হয়েছে। তবে হত্যা কি-না স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!