প্রবর্তক সংঘের ৬০০ অনাথ শিশু পেল ৬৫ ফ্যান

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের পাঁচলাইশ প্রবর্তক সংঘের অনাথ ৬০০ ছাত্র-ছাত্রী ও শিশুদের জন্য ৬৫টি ফ্যান বিতরণ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আশুতোষ দে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রবর্তক সংঘের এক অনুষ্ঠানে এসব ফ্যান বিতরণ করেন তিনি।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রবর্তক সংঘের সম্পাদক টি কে চক্রবর্তী, জি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সমাজসেবক লিটন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় দরিদ্র এতিমদের সহায়তায় সকলে এগিয়ে আসলে লাভবান হবে জাতি। সমাজ থেকে দূর হবে অস্থিরতা এবং কমবে অপরাধ প্রবণতা। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও রয়েছে সুপ্ত মেধা।
প্রবর্তক সংঘের ৬০০ অনাথ শিশু পেল ৬৫ ফ্যান 1

দীর্ঘ দিন ধরে প্রবর্তক সংঘের হোস্টেলে ছাত্র-ছাত্রীরা দুর্ভোগ পোহাতে হতো। অভিভাবকহীন বিভিন্ন এলাকা থেকে এসে এখানে আশ্রয় পাওয়াদের আধুনিক সব সুবিধা নিশ্চিত করে সবসময় সহায়তার আশ্বাস দেন আশুতোষ দে। ভবিষ্যতে প্রবর্তক সংঘের জনহিতকর যেকোন কাজ এবং অনাথদের সুবিধা বৃদ্ধি করতে পাশে থাকবেন বলেও আশ্বাস প্রদান করেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm