প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করল চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ – সভাপতি আলী আবাস ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুল হাসেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফারুক, কুতুবউদ্দিন চৌধুরী প্রমুখ।

পরে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালনের পর বিশেষ মোনাজাতে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু ও সুস্থতা কামনা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm