প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ পদে চট্টগ্রামের সন্তান

0

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হলেন চট্টগ্রামের সন্তান ড. আহমদ কায়কাউস। রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

আহমদ কায়কাউসের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী ইউনিয়নে। তার পিতার নাম আহমদ কায়কোবাদ।

এর আগে আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব পদে নিযুক্ত ছিলেন। বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে ড. আহমদ ৩ বছর ধরে কাজ করেন ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ (আইএফপিআরআই)-এর পলিসি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি সাপোর্ট প্রোগ্রামের (প্রএসএসপি) উপ-প্রধান হিসেবে।

s alam president – mobile

১৯৮৬ সালের ২১ জানুয়ারি সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

একই দিনে পৃথক এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে অবসর দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

সিপি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!