প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান সন্ত্রাসের বিরুদ্ধে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান সন্ত্রাসের বিরুদ্ধে। এ অভিযান থেকে কেউ মুক্ত নন। আমি, আপনি এমনকি তৃণমূল পর্যন্ত সবাই শুদ্ধি অভিযানের অন্তর্ভুক্ত। তাই যারা ভাবছেন সন্ত্রাস করে বড় রাজনৈতিক নেতা হবেন, অনেক টাকার মালিক হবেন, তারা দয়া করে সে আশা পরিত্যাগ করুন। যারা জনগণের ঘুম হারাম করতেন, আমরা চাই জনগণ তাদের ঘুম হারাম করে দেবে। হয় দেশে থাকেন, না হয় দেশ ছাড়েন। নিজে বেঁচে থাকার চেষ্টা করুন। দেশে থাকলে ভালোভাবে থাকতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএমপি কমিশনার এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত আইজি (টিঅ্যান্ডআইএম) ইকবাল বাহার বলেন, দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারব না। সবাই যার যার অবস্থান থেকে কমিউনিটিকে ভালো রাখতে কাজ করলে দেশে কোনো অশান্তি থাকবে না। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ থাকবে না। তাই দেশকে ভালো রাখতে আমাদের কাজ করতে হবে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম চাইলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আপনারা জানেন কে মাদক বিক্রি করে, কে মাদক গ্রহণ করে বা কারা সন্ত্রাসী। আপনারা যদি পুলিশকে এসব তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে পুলিশ এ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবে।

জনগণের ভীতি দূর করতে পুলিশের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইকবাল বাহার বলেন, বিভিন্নভাবে আমরা চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো জানবার জন্যে। আমরা চাচ্ছি জনগণের সাথে পুলিশের যতবেশি মেশামেশির সুযোগ হবে, ততবেশি ভীতি কাটবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবান-আস্থাবান হবে।

কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখার সভাপতি আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম আবু তৈয়ব, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি কলিম সরোয়ার, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

এর আগে জিইসি মোড় থেকে একটি র্যা লি বের হয়। র্যা লিটি চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় হয়ে জিইসি কনভেনশন হলের সামনে গিয়ে শেষ হয়।

এইচটি/এডি/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!