সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সংবর্ধনা দেওয়া হচ্ছে আজ (২ মে)।
বিকেল তিনটায় সাতকানিয়ার কেরানিহাটে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। প্রধান বক্তা হিসেবে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উপস্থিত থাকবেন।
সংবর্ধনা উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ বুধবার রাতে সাতকানিয়ার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো শাহজাহান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মিন্টু।