প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল হাটহাজারীর ৩ ব্যক্তি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান পেলেন হাটহাজারীর মীরেরখীলের বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম ও মোহাম্মদ হাসান এবং ছিপাতলীর বাসিন্দা মোহাম্মদ শাহ আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাদের হাতে অনুদানের তিনটি চেক হস্তান্তর করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মাহমুদ সালাহ্উদ্দীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. জগদীশ, হাটহাজারী ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, মেখল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল মুরাদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মাইনুদ্দীন সুমন, সাইমন, রহমত উল্লাহ বাবু, খালিদ, আসিফ, নিপুণ প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm