চট্টগ্রামের পটিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় ছাত্রদল নেতার মামলায় আসামি হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদি হয়ে পটিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে—কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. আরশেদ, আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, আবদুল মান্নান, আনু মিয়া, ছাত্রলীগ নেতা সাইফুল ওরফে সাইফুদ্দিন, মিজান, আবদুর রব ফয়সাল, হেলাল উদ্দিন মানিক, বাপ্পি চৌধুরী, আবদুল কাদের ওরফে মহিষ কাদের, হোসাইন রানা, জানে আলম, মো. মামুন, ওসমান গনি মিয়া, মো. নূরুল ইসলাম চৌধুরী, শাহরিয়ার মনির, হাসেম বাহাদুর, মিজানুর রহমান মিজান, মো. মারুফ, মহিউদ্দিন মহি।
মামলার এজাহারে বাদি ছাত্রদল নেতা শফিকুল ইসলাম উল্লেখ করেন, আমি কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গত ৩ জানুয়ারি রাত ১১টা ৫ মিনিটের সময় পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য যুবলীগ নেতা খোরশেদ আলম মেম্বারের বাড়ির ছাদের ওপর উল্লেখিত আসামিগণসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ে নিষিদ্ধের সত্ত্বেও গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সভার আয়োজন করে। ব্যানারে সৌজন্যে পটিয়া উপজেলা ছাত্রলীগ লেখা ও কেক কাটে এবং বাংলাদেশ ছাত্রলীগের শব্দে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করে।
তিনি আরও উল্লেখ করেন, আসামিদের সহযোগিতায় নিজেদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য দাবি করে স্থির চিত্র, ভিডিও ও বিভিন্ন স্লোগান সম্বলিত পোষ্ট ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিচ্ছিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার করে পোস্ট করেছে। সন্ত্রাসীদের শ্লোগানের শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়টি দেখে আমি স্থানীয় লোকজনের নিকট হতে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে উল্লেখিত ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের শনাক্তসহ উক্ত ঘটনায় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বেশকিছু ফেসবুক পোষ্টের স্ক্রিনশর্ট সংগ্রহ করা হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিজে