s alam cement
আক্রান্ত
১০২১১০
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩১৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে শ্রমিক লীগের বড় শোডাউন

সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা

0

কেক কাটা, মোমবাতি প্রজ্বলন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ।

দিনটি উপলক্ষে সোমবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে চট্টগ্রামের সর্বস্তরের শ্রমিকদের নিয়ে বড় ধরনের শোডাউন করে এই সংগঠনটি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার রাত ১১টায় আনন্দ র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ফেডারেশনের মহাসচিব মুহাম্মাদ এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ শফর আলী, মহানগর আওয়ামী লীগ নেতা মো. বেলাল হোসেন, মো. নুরুল আমিন মিয়া, বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ফেডারেশনের সভাপতি মো. সাদেকুর রহমান, বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগ সভাপতি মীর মোহাম্মদ নওশাদ, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. মো আলমগীর, উজ্জ্বল বি বিশ্বাস, কামাল উদ্দিন চৌধুরী, শাহ আলম ভূঁইয়া, মো. নাসির উল্লাহ, আবুল কাসেম মোল্লা, আবুল হোসেন প্রমুখ।

সভায় আলোচকেরা বলেন, ‘অতীতের কোন সরকার শ্রমজীবীদের ভাগ্য উন্নয়নে কোন কর্মসূচি নেয়নি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করে কর্মকালীন সময়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার ব্যাবস্থা করেছেন। শ্রমজীবি মানুুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন তিনি।’

সভায় সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম নগর শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm