প্রতিশোধের বিষে পুকুরেই মরলো ৩ লাখ টাকার মাছ

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে বিষ ঢেলে আবদুল আজিজ নামের এক ব্যক্তির ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলছে বলে অভিযোগ ওই ব্যক্তির।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ভাটিখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, কয়েকদিন আগে পুকুরটিতে বেশ কয়েকটি হাস চড়া নিয়ে নাথপাড়ার দুইজন লোকের সঙ্গে আমার প্রতিবেশি আবুল কালামের সামান্য ঝগড়া হয়। এ সময় তারা পুকুরে কেমনে মাছ চাষ করবে তা দেখে নেওয়ার হুমকি দেয়। যেহেতু পুকুরটিতে আবুল কালামের মালিকানা রয়েছে। সেজন্য তারা ওই ঘটনার জেরে পুকুরে বিষ ঢেলে দেয়। এতে আমার ৩ লাখ টাকার মাছ মরে গেছে।

এ ঘটনায় তিনি ভাটিখাইন গ্রামের আশীষ নাথ ও সুমন নাথসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm