চট্টগ্রামের পটিয়ায় পুকুরে বিষ ঢেলে আবদুল আজিজ নামের এক ব্যক্তির ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলছে বলে অভিযোগ ওই ব্যক্তির।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ভাটিখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, কয়েকদিন আগে পুকুরটিতে বেশ কয়েকটি হাস চড়া নিয়ে নাথপাড়ার দুইজন লোকের সঙ্গে আমার প্রতিবেশি আবুল কালামের সামান্য ঝগড়া হয়। এ সময় তারা পুকুরে কেমনে মাছ চাষ করবে তা দেখে নেওয়ার হুমকি দেয়। যেহেতু পুকুরটিতে আবুল কালামের মালিকানা রয়েছে। সেজন্য তারা ওই ঘটনার জেরে পুকুরে বিষ ঢেলে দেয়। এতে আমার ৩ লাখ টাকার মাছ মরে গেছে।
এ ঘটনায় তিনি ভাটিখাইন গ্রামের আশীষ নাথ ও সুমন নাথসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ