প্রতিবন্ধীকে মামলার সাক্ষী বানাতেন সাতকানিয়ার ইউপি মেম্বার, করতেন মারধরও

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সাতকানিয়ার এক ইউপি সদস্যের বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। একইসঙ্গে জোর করে বিভিন্ন মামলার সাক্ষী বানানো হয়।

শনিবার (৩১ আগস্ট) এসব ঘটনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হাশেমের পরিবার ও এলাকাবাসী।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম লোকমান হাকিম মনু। তিনি উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার জানায়, মনু মেম্বার তার দলবল নিয়ে পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেন। তাদের ছেলে মহিউদ্দিন একজন বাক প্রতিবন্ধী ও কথা বলার সময় ভালো করে কথা বলতে পারে না। এ সুযোগ নিয়ে বিভিন্ন রকমের অপকর্মে করাতে চেষ্টা করেন। কিন্তু হাশেম করতে রাজি না হলে তাকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে আটকে রাখা হতো।

গত ২৯ মে রাতে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সরোয়ার বাজার এলাকায় ধান চুরির ঘটনায় গণপিটুনিতে নিহত এক ব্যক্তির মামলার জোরপূর্বক সাক্ষী দিতে বাধ্য করা হয়। তাকে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকার বেশ কয়েকজন লোকের নাম ছড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে হাশেমের পরিবার আরও জানায়, মেম্বার প্রতিনিয়ত পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের নিরাপত্তার পাশাপাশি ছেলের ওপর বর্বরোচিত নির্যাতনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে লোকমান হাকিম মনু সব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কাউকে মারধর ও হুমকি দেননি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm