প্রতিবন্ধীকে কুপিয়ে রক্তাক্ত করলো মদের বেপারি

মদ খেয়ে মাতাল অবস্থায় চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রতিবন্ধীকে কুপিয়ে আহত করেছে মদ বেপারি।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টায় উপজেলার পূরানগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এ ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর পরই ওই মদ বেপারির স্বপরিবার পলাতক বলে জানায় এলাকাবাসী।

আহত ওই প্রতিবন্ধীর নাম সন্তোষ জলদাশ (২৫)। সে ওই এলাকার মৃত দয়াল হরির ছেলে। অভিযুক্ত মদ বেপারি নীলমনি জলদাশ (৫০) একই এলাকার মৃত মদন জলদাশের ছেলে।

স্থানীয়রা জানান, মদ ব্যবসায়ী নীলমনি জলদাশ প্রতিরাতে মদ খেয়ে এসে প্রতিবেশিদের সঙ্গে খারাপ আচরণ করে। বুধবার রাতেও মদ খেয়ে মাতাল হয়ে সন্তোষ জলদাশকে কোপাতে শুরু করে। এক পর্যায়ে সন্তোষকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও বেদড়ক মারধর ও কুপিয়ে পালিয়ে যায় ওই মদ বেপারি।

এ বিষয়ে স্থানীয় ইউপি মহিলা সদস্য মর্তুজা বেগম জানান, নীলমনি জলদাশ খুবই খারাপ প্রকৃতির লোক। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। আহত সন্তোষ ছেলেটা বুদ্ধিপ্রতিবন্ধী। তার মাথায় ৭টি সেলাই করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আহত সন্তোষের স্ত্রী জানান, বুধবার রাতে আমার স্বামীকে মদ বেপারি নীলমনি মাতাল হয়ে কোপাতে শুরু করে। আমি তাকে বাঁচাতে গেলে আমাকেও আঘাত করা হয়। এলাকার লোকজন আমার স্বামীকে উদ্ধার করে এক চিকিৎসকের কাছে নিয়ে মাথায় সাতটি সেলাই দেওয়া হয়।

থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতে পাড়া প্রতিবেশির কাছ থেকে চাঁদা তুলে চিকিৎসার খরচ যোগাড় করেছি। এখন সাতকানিয়া সরকারি হাসপাতালে নিয়ে এসেছি। এখান থেকে গিয়ে থানায় অভিযোগ দিবো।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm