প্রতারণায় ইমাম গ্রুপের মোহাম্মদ আলীর ১২ কোটি জরিমানা, কারাদণ্ড ১ বছর

ইমাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স রুমানা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আলীকে ব্যাংক এশিয়ার করা চেক প্রতারণার মামলায় একবছরের কারাদণ্ড ও ১২ কোটি টাকা জরিমানা করেছে আদালত। সোমবার (২ নভেম্বর) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

জানা গেছে, মেসার্স রুমানা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আলী ব্যাংক এশিয়া লিমিটেড, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম থেকে ঋণ সুবিধা গ্রহণ করেন। ব্যাংক কর্তৃপক্ষ বারবার মোহাম্মদ আলীকে মৌখিক ও লিখিতভাবে টাকা পরিশোধের জন্য অনুরোধ করে। ব্যাংকের ঋণের টাকা পরিশোধের জন্য তিনি ২০১২ সালের ২০ মার্চ ব্যাংক বরাবর ১২ কোটি টাকার একটি চেক প্রদান করেন। ব্যাংক কতৃপক্ষ যথাসময়ে ওই চেকটি নগদায়নের জন্য জমা করলে তার ব্যাংক হিসাবে অর্থ অপর্যাপ্ত থাকায় চেকটি ডিজঅনার হয়।

চেক ডিজঅনার হওয়ার পর ব্যাংকের আইনজীবী নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের অধীনে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য মোহাম্মদ আলীকে ২০১২ সালের ২১ মার্চ রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রদান করেন। তবুও চেকের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ গত ২০১২ সালের ১৬ মে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত মোহাম্মদ আলীকে এক বছরের কারাদণ্ড ও ১২ কোটি টাকা টাকা জরিমানার আদেশ দেন।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!