প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত ‘সম্পত্তির লোভে এবার বড় ভাইয়ের পরিকল্পনায় ছোট ভাইকে হত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়ার ৩নং ওয়ার্ড পূর্ব নলুয়ার বাসিন্দা মোহাম্মদ আরিফ।

গত ১৩ অক্টোবর প্রকাশিত ওই সংবাদে তার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে মোহাম্মদ আরিফ বলেন, ‘সংবাদে উল্লেখিত ঘটনার স্থলে আমি ছিলাম না। এছাড়া আমার উপস্থিতির কোনরূপ প্রমাণ ছাড়াই সংবাদে আমার নাম উল্লেখ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি এলাকার সচেতন নাগরিক হিসেবে সনি দাশের মৃত্যুর ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবি করছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm