প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাতকানিয়ার আওয়ামী লীগ নেতার বক্তব্য

চট্টগ্রাম প্রতিদিনে ‘সাতকানিয়ার যুবলীগ নেতাকে বাকলিয়ায় পেটালেন ছাত্রলীগ নেতা’ শিরোনামে গত ১৩ মে প্রকাশিত সংবাদের কিছু অংশ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসেন কবির।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি লিখেছেন, তাকে উদ্ধৃত করে প্রকাশিত ‘মো. কলিমুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তিনি মূলত অনুপ্রবেশকারী চিহ্নিত জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী এবং রাষ্ট্রদ্রোহী মামলার আসামি। তাকে দল থেকে বহিস্কার করে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি’— বক্তব্যটি সত্য নয়। ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহকে দক্ষ সংগঠক ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নামের মিল থাকা জামায়াত-শিবিরের চিহ্নিত এক ক্যাডার (যদিও বাবার নাম ভিন্ন) যার বিরুদ্ধে থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে তার সাথে মিলিয়ে এই তথ্য পরিবেশন করা হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোন মন্তব্য নেই। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এবং ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!