প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের প্রতিবাদ

১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রতিদিনে ‘পদোন্নতি নিয়ে ইস্টার্ণ রিফাইনারিতে তুঘলকি কাণ্ড’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম প্রতিদিনে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি কোম্পানির পরিচালনা পর্ষদ ও বিপিসি কর্তৃক অনুমোদিত এবং নির্দেশিত পদোন্নতি নীতিমালা অনুসরণে সম্পন্ন হয়ে থাকে। ‘বার্ষিক কর্ম-মূল্যায়ন/গোপনীয় প্রতিবেদন’-এ পদোন্নতির বিভাগীয় সুপারিশের ভিত্তিতে বিপিসি ও মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পদোন্নতি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিতে কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি প্রদান করা হয়।’

এতে বলা হয়, ‘ইস্টার্ণ রিফাইনারী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ইরিকল) ইআরএলের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র সমবায় প্রতিষ্ঠান। ইআরএল কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বা অন্যান্য সুবিধা প্রদানের বিষয়কে ইরিকল কর্তৃক প্রভাবিত/হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।’

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘চট্টগ্রাম প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত সংবাদে ইরিকল-এর সভাপতি/সাধারণ সম্পাদকের ‘গ্রিন সিগন্যাল’ এবং ব্যবস্থাপনা পরিচালকের পছন্দের লোক হলে পদোন্নতিসহ অন্যান্য সুবিধা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যা কোম্পানির উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস মাত্র। ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর মতো জনপ্রিয় সংবাদমাধ্যমে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কোনভাবেই কাম্য নয়।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm