প্রকাশিত সংবাদ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতিবাদ
খালি হাতে ধরে ‘বিদেশি পিস্তলসহ’ গ্রেপ্তার, চান্দগাঁওয়ের জুয়েলকে নিয়ে পুলিশের লুকোচুরি, নেপথ্যে বহদ্দারহাটের জাবেদ গ্রুপের হাত দেখছে পরিবার— এই শিরোনামে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর ভার্চুয়াল সম্মেলন প্রস্তুতি কমিটির র্যালি উপ পরিষদের সদস্য মো. জাবেদুল ইসলাম জাবেদ।
তিনি বলেন, রাজনীতির পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে বহদ্দারহাট এলাকায় সামাজিক কর্মকাণ্ডে জড়িত।
সামাজিক কাজ করতে গিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করারই একটি সন্ত্রাসী চক্র আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।
প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়।