দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে গত ৬ ফেব্রুয়ারি ‘ছাত্রলীগ নেতাদের অবৈধ বাণিজ্যে পুলিশও জড়িত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী মো. আরিফের পক্ষে অ্যাডভোকেট ওবাইদুস সামাদ ইবনু।
প্রতিবাদপত্রে বলা হয়, স্থানীয় একটি চক্রের ইন্ধনে ভিত্তিহীন একটি তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। এই সংবাদে আমার মক্কেলকে মিথ্যা তথ্যের ভিত্তিতে দোষারোপ করা হয়েছে।
সংবাদে চাঁদাবাজ, অবৈধ গাড়ি, পার্কিং ব্যবসায়ী, অবৈধ দখলদার হিসেবে আমার মক্কেল কাজী মো. আরিফের নাম উল্লেখ করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে।
প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, কাজী মো. আরিফ ছাত্রলীগের কর্মী হিসেবে সেবামূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। তিনি কোনো অবৈধ ব্যবসা-কর্মকাণ্ডে লিপ্ত নন।