প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন সংস্করণে গত ২৭ এপ্রিল ‘’অনিবন্ধিত পোর্টালের নামে চাঁদাবাজি, মামলা খেলেন কথিত সম্পাদক ফোরকান’ শিরোনামে প্রকাশিত সংবাদে মো. ফোরকানের পক্ষে গত ২৪ মে প্রতিবাদলিপি পাঠিয়েছেন অ্যাডভোকেট সাইফুদ্দীন সিদ্দিকী।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ‘আমার মক্কেল একজন সৎ সাংবাদিক। দীর্ঘদিন যাবৎ তিনি অত্যন্ত সুনামের সহিত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করিয়া আসিতেছে। আমার মক্কেলের পরিচালিত সকালের সময় ডটকম অনলাইন পত্রিকা, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। কিন্তু কথিত ঠিকাদারের পক্ষ নিয়া আমার মক্কেলকে পেশাগতভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করিতে অতিরঞ্জিতভাবে আমার মক্কেলের বিরুদ্ধে আপনার পত্রিকায় ‘’অনিবন্ধিত পোর্টালের নামে চাঁদাবাজি, মামলা খেলেন কথিত সম্পাদক ফোরকান’ শিরোনাম দিয়া আপনার চট্টগ্রাম প্রতিদিন অনলাইনে অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইসে আমার মক্কেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ভিত্তিহীন কল্পকাহিনী সাজিয়ে সংবাদ প্রচার করেন।’

প্রকাশিত সংবাদে বেলাল হোসেন বলেন, ফোরকান প্রথমে আমার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। অথচ বেলাল হোসেনের দায়েরকৃত সিআর ৮৭১/২২ মামলার কোথাও আমার মক্কেল দশ লক্ষ টাকা বেলাল হোসেনের কাছে চাঁদা দাবি করেছেন এমন তথ্য বা অভিযোগ নাই।

প্রতিবেদকের বক্তব্য
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার নথি ও বাদির বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ হয়েছে। এতে সংশ্লিষ্ট মামলার বাদি বেলাল হোসেন এবং আসামি মো. ফোরকানের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সংবাদটি কাউকে হেয় করার জন্য প্রকাশ করা হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm