প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্যাসিফিক ক্যাজুয়ালসের শ্রমিক-কর্মচারীরা

সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত ‘চট্টগ্রামে প্যাসিফিকের দুই কারখানা বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেড ইউনিট-১ ও ২ এর শ্রমিক-কর্মচারীরা।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেড প্যাসিফিক নিট ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে শ্রমিক-কর্মচারীরা বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি প্যাসিফিকের দুই কারখানা বন্ধ’ শীর্ষক আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকগুলো তথ্য ভুল ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

তারা বলেন, ‘প্রকাশিত সংবাদে ভাড়াটে গুন্ডা কারখানার ভিতরে অবস্থান ও তাদেরকে দিয়ে শ্রমিকদের ওপর আক্রমণ, টানা একমাস ধরে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করা, মালিকপক্ষ কর্তৃক কিছু শ্রমিককে বাড়তি সুবিধা প্রদান ও শ্রমিকদের ৯০% বঞ্চিত থাকা ইত্যাদিসহ আরও কিছু তথ্য ভুল ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

প্রতিবাদপত্রে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই ধরনের ভুল ও বিকৃত সংবাদে চাকরিতে যোগদান ও কর্মে উৎসাহী শ্রমিক ভাই-বোনরা মর্মাহত ও ক্ষুব্ধ। এই ধরনের সংবাদ প্রকাশ প্রকারান্তরে শ্রমিক র্কমচারী ভাইবোনদের চাকরির জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি।’

প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের পক্ষে প্রতিবাদপত্রে স্বাক্ষর করেন সাইফুল, আতিকুল ইসলাম, লাভলী, শিবরানী দাশ, মাবিয়া, রেশমা, মুন্নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm