দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে ১৯ নভেম্বর ‘হালিশহর-নিউমার্কেট রুটে রমরমা অবৈধ ‘টিকটিকি, মাসে চাঁদাবাজি ১৪ লাখ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো. সফি।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মো. শফি গত তিন যুগ ধরে শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছি।
আমি চট্টগ্রাম জেলা অটো টেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি.নং ১৪৮৭/৯০) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে রয়েছি। এছাড়া প্রতিবেদনে আমার সহকারী হিসেবে মো. মামুন ও সাইফুল ইসলাম রনি নামে যে দুজনের কথা বলা হয়েছে তারা চাঁদাবাজ নয়, তারা দু’জনই গাড়ির মালিক।
এমন সংবাদ প্রকাশিত হওয়ায় আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একইসঙ্গে সরেজমিন তথ্য সংগ্রহ করে গ্রহণযোগ্য প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানাচ্ছি।