চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া।
প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হিসেবে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। সেখানে কখনও কোন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই।’
বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকায় একটি ফ্ল্যাট জোর করে দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। প্রকৃতপক্ষে ফ্ল্যাটটি আমার নিজের কষ্টে অর্জিত আয়ে ক্রয় করা। সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে ভূমিমালিক আমার ফ্ল্যাটের ভাড়াটিয়া থেকে জোর করে ভাড়া আদায় করছে। এ ব্যাপারে থানায় আমি জিডিও করেছি।’
প্রতিবাদপত্রে তিনি আরও বলেন, ‘এছাড়া যে মহিলাকে আমার বান্ধবী হিসেবে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, এমন কারো সঙ্গেও আমার কোনো সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই।