প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম প্রতিদিনে ‘চট্টগ্রামে জাতীয়তাবাদী ব্যানার ঝুলিয়ে হিন্দু ব্যবসায়ীর দুই দোকান রাতারাতি দখল’ শীর্ষক প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদে নগরীর রেয়াজউদ্দিন বাজার পাখি গলির বন্দর বিতান মার্কেটের দোকান দখলে যারা জড়িত তাদের সাথে উদ্দেশ্যপ্রণোদিত এবং সুপরিকল্পিতভাবে আমার নাম জড়ানো হয়েছে। বলা হয়েছে— ‘বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের অনুসারী পরিচয় দিয়ে দোকানগুলো দখল করা হয়েছে।’ প্রকৃতপক্ষে এসব দোকান কারা দখল করেছে, কেন করেছে সেটা সম্পর্কে আমি অবগত নই। এরপরও আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় আমার সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সম্মানহানি হয়েছে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

প্রতিবাদপত্রে তিনি আরও বলেন, ‘সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ার পর আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে খবর নিয়েছি। এতে যে তথ্য পেয়েছি, দোকান দখলের বিষয়টি বাজার ব্যবসায়ী ও শ্রমিকদের অভ্যন্তরীণ বিষয়। এখানে আমাদের দলীয় কেউ নাই এবং আমার নাম ভাঙিয়ে কিছু করার সুযোগ নেই।’

আবুল হাশেম বক্কর বলেন, ‘প্রকাশিত সংবাদে আমার নাম জড়ানো হলেও সংশ্লিষ্ট রিপোর্টার বা পত্রিকার পক্ষ থেকে আমার সাথে কোন ধরনের যোগাযোগ বা বক্তব্য নেওয়া হয়নি। যা আমি সাংবাদিকতার নীতিপরিপন্থী মনে করি। এ সংবাদ পরিবেশনে ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটানো হয়েছে বলে আমি মনে করি। আমার স্পষ্ট নির্দেশনা রয়েছে, কেউ যদি দল বা আমার নাম ব্যবহার করে কোন অন্যায় বা অনৈতিক কাজে লিপ্ত থাকলে তাদেরকে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ছিল না। ভুক্তভোগী ও সেনাবাহিনীর কাছে দেওয়া অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশিত হয়। কাউকে ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করা চট্টগ্রাম প্রতিদিনের উদ্দেশ্য নয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm