প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন সংস্করণে ‘সিআইপিকে হেনস্তায় সিটি মেয়রের পিএস, বিচার চেয়ে নালিশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও পিএস টু মেয়র মুহাম্মদ আবুল হাশেম।

সোমবার (৫ আগস্ট) পাঠানো প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘সংবাদটিতে আমাকে উদ্বৃত করে কিছু কমেন্ট দেয়া হয়েছে, যা আমি উচ্চারণই করিনি। নগরীর ফুটপাতসমূহ পথচারীদের জন্য হাঁটার উপযোগী ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মাননীয় মেয়রের নির্দেশনায় আমরা কাজ করছি। ফুটপাতের প্রতিবন্ধকতা অপসারণ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হই। অনেকেই আমাদের চাওয়াটুকু সহজে মেনে নেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমরা ফুটপাত নির্বিঘ্ন করার কাজ চালাই।’

আবুল হাশেম বলেন, ‘নগরবাসী ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমগুলোতে মাননীয় মেয়রের প্রশংসা করছেন এবং এ কার্যক্রম পুরোদমে এগিয়ে নেওয়ার জন্য সাহস ও প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।’

ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বর্ণিত ব্যবসায়ী দায়িত্ব পালনকালীন আমাদের কার্যক্রমে বাধার সৃষ্টি করেন এবং সিআইপি হিসেবে নিজেকে আইনের উর্ধে এমন ভাব দেখানোর চেষ্টা করলে স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের সদস্যরা তাকে তার অফিস রুমে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। সে সময় তারই বসানো র‍্যাম্পে তিনি পায়ে ব্যাথা পান যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং কাম্য নয়। পরে র‍্যাম্পটা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করি।’

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘তিনি (ওই ব্যবসায়ী) উচ্ছেদ কার্যক্রম চলাকালীন বাধা প্রদান না করলে এবং উচ্চবাচ্য না করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্রেক হতো না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!