চট্টগ্রামের কোতোয়ালীতে ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন নামের ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে নতুন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে পাওয়া যায় ৮৮৫ পিস ইয়াবা।
গ্রেপ্তার হেলাল সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম কাঞ্চনা হাজারীখিল নুরের বাপের বাড়ির মো. মোজাফফর আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নগরীর নতুন রেলস্টেশন এলাকায় এক মাদক কারবারি অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে প্যান্টের ভেতর ৮৮৫ পিস ইয়াবা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হেলাল কক্সবাজার থেকে ইয়াবাগুলো ক্রয় করে ট্রেনযোগে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিল। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় আগেও একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এখন আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এএন/এএইচ