পোশাক রপ্তানির চালানে ৮ লাখ টাকা পাচারের চেষ্টা

পোশাক রপ্তানির চালানে ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা পাচারের চেষ্টা করেছে ঢাকার ‘এইচএম ফ্যাশন ওয়্যার’। তাদের পণ্য চালান গ্রিসে পাঠানো বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

গোপন সংবাদ পেয়ে চালানটি রোববার (৩ এপ্রিল) আটক করা হয়। এই চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের আগ্রাবাদের মিম ইন্টারন্যাশনাল।

জানা গেছে, বেসরকারি কনটেইনার ডিপো এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চালানটি লোড করা হয়। ঢাকার ফরিদাবাদের এইচএম ফ্যাশন ওয়্যার নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের চালান (বি-এক্স নম্বর : সি ৫৩৭৭৪১, ২০ মার্চ ২০২২) দাখিল করেন।

শতভাগ কায়িক পরীক্ষায় ২২ হাজার ৯৫৩ পিস টি-শার্ট, পোলো শার্ট, ট্যাংক টপ, শর্ট প্যান্ট, জিন্স প্যান্ট ও লেডিস টাইস ঘোষণার বিপরীতে ৪১ হাজার ১৬৮ পিস পাওয়া যায়। বাড়তি পাওয়া গেছে ১৮ হাজার ২১৫ পিস।

যার মূল্য প্রায় ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা। প্রতিপিসের ঘোষিত মূল্য দশমিক ৫৩ ডলার।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, এই চালানে ৮ লাখ ১৭ হাজার টাকা পাচারের অপচেষ্টা করা হয়েছে। তাদের এ চেষ্টা রুখে দিয়েছে কাস্টমস হাউস।

তিনি বলেন, এ চালানটির বিপরীতে এলসি করা হয়েছে অগ্রণী ব্যাংকে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm