পোশাক খাতের সমস্যা নিয়ে কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিকেএমইএর বৈঠক

বন্ড কমিশনারেট পরিচালনার ক্ষেত্রে ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে গার্মেন্টস্ সেক্টরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্যা নিরসনে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতৃবৃন্দ।

রোববার (১২ জানুয়ারি) বিকেএমইএর নেতৃবৃন্দ বন্ড কাস্টমস কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. মাহাবুবুজ্জামানের সঙ্গে বন্ড অফিসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা এ আহ্বান জানান।

বিকেএমইএর সহ-সভাপতি গাওহার সিরাজ জামিলের নেতৃত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক রাজীব দাশ সুজয়, মির্জা মো. আকবর আলী চৌধুরী, বিকেএমইএর সাবেক পরিচালক শওকত ওসমান, ফজলুল কাদের, বিকেএমইএর সদস্য ফজলে করিম লিটন, জান্টিং টান, ফোর এইচ গ্রুপের কর্মকর্তা নওশাদ চৌধুরী মিঠু প্রমুখ।

সৌজন্য সাক্ষাতকালে বিকেএমইএর পক্ষ থেকে কমিশনারকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়, পোশাক শিল্পের বিরাজমান কিছু সমস্যা— আমদানিকৃত পণ্য চালানে এইচএস কোড সংক্রান্ত জটিলতা নিরসন, কারখানা স্থানান্তর, সম্প্রসারণ, মেশিনারিসহ কাঁচামালের স্থানান্তর কার্যক্রমের দ্রুত অনুমোদন প্রদান, দ্রুত নতুন বন্ড লাইসেন্স প্রদান ও নবায়ন, বাৎসরিক অডিট, মালিকানা পরিবর্তন, জেনারেল বন্ড সম্পাদন, স্থায়ী বন্ড স্থানান্তর, বন্ড লাইসেন্সে নতুন কাঁচামাল সংযোজন, কাঁচামালের বন্ডিং মেয়াদ বৃদ্ধি, কারখানার বাইরে অতিরিক্ত বন্ডেড ওয়্যার হাউসের অনুমোদন দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা।

নবনিযুক্ত কমিশনার বন্ড পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে বলেন, তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে টিকে থাকার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বন্ড কমিশনারের পক্ষ থেকে যেকোন সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বন্ড কমিশনার বিকেএমইএ কর্তৃক উপস্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ম. শফিউজ্জামান, মাহফুজুল হক ভুঁইয়া, যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ, বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব আলতাফ উদ্দিন প্রমুখ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!