পোর্টসিটি ইউনিভার্সিটি ছাত্রের মৃত্যু গাড়িচাপায়, যাচ্ছিলেন পরীক্ষা দিতে

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় সাজ্জাদ হোসেন ফয়সাল (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সাজ্জাদ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএম কন্টেইনার ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি খাগড়াছড়ির রামগড় বাজার এলাকার এলাকার আব্দুল মান্নানের ছেলে। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সাজ্জাদের সেমিস্টার মিড টার্মের পরীক্ষা ছিল।

s alam president – mobile

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে বাইক যোগে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিলেন সাজ্জাদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুরে মোটরসাইকেলযোগে শহরে ফেরার পথে উল্টো দিক আসা দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়।

তিনি বলেন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেনে। সাজ্জাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Yakub Group

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!