চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ের কুটুমবাড়িকে ফের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবার মেয়াদহীন খাবারের সঙ্গে রান্নার জন্য কেটে রাখা পোকাসহ বেগুন মিলেছে রেস্টুরেন্টটিতে। এছাড়া তাদের খাবার তৈরি হচ্ছিল কেমিক্যাল দিয়ে। এসব অপরাধের কারণে রেস্তোরাঁকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) এ অভিযান চালায় চট্টগ্রাম বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার মোড় কুটুমবাড়ি রেস্তোরাঁয় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে খাদ্যপণ্য প্রস্তুত করছিল। এছাড়া পোকাসহ বেগুন দিয়েই তরকারি রান্না করেছিল। এসব অপরাধে রেস্তোরাঁটিতে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাসরিন আক্তার জানান, নোংরা পরিবেশে পোকাসহ বেগুন দিয়ে খাবার রান্না করছিল কুটুমবাড়ি রেস্তোরাঁ বাবুর্চিরা। একইসঙ্গে সেখানে কেমিক্যাল দিয়েও খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। এসব অপরাধে তাদের ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অপর অভিযান জাকির হোসেন সড়কের খুলশী আবাসিক এলাকায় খুলশী হিল নামের প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য, খাবার ও খাবার তৈরির বিভিন্ন সস ফ্রিজে সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরএ/ডিজে