পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহায়তা চাইলেন বৃদ্ধ

পৈতৃক সম্পত্তি দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৌলানা তৈয়ব কাছিমী নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধ।

পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়ে শনিবার (২৮ ডিসেম্বর) ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মৌলানা তৈয়ব কাছিমীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার মো. নাছির উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবন সায়াহ্নে এসে পৈতৃক সম্পত্তি নিয়ে আমি হয়রানির স্বীকার হচ্ছি। অথচ এই সম্পত্তি বহু যুগ ধরে ভোগ দখলে আছি। কিন্তু বর্তমান সময়ে এসে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোড সংলগ্ন পৈতৃক সূত্রে পাওয়া বাড়িটি দখলের অপচেষ্টা করছে একটি চক্র।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল ইকবালের নেতৃত্বে মো. জাহাঙ্গীর (৪৫), আব্দুল বাতেন (৩৫), মিজানুর রহমান (৪৫), মো. নজরুলসহ অজ্ঞাত আরও কয়েকজন আমাকে উল্লেখিত সম্পত্তি বিক্রয়ের প্রস্তাব দিলে আমি অস্বীকৃতি জানাই। এরপর থেকেই বিভিন্ন কূটকৌশলে চক্রটি উল্লেখিত সম্পত্তি দখলের অপচেষ্টা করছে। আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহায়তা কামনা করছি।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm